Skip to content

গত শুক্রবার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলো ইউ. এ. এল. বেঙ্গল কোম্পানী!

1 min read

নিজস্ব প্রতিবেদন : গত শুক্রবার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলো ইউ. এ. এল. বেঙ্গল কোম্পানী। এইদিন সর্ব প্রথম দুধে-বুধে গ্রাম সেবা ট্রাইবাল ইনস্টিটিউশন স্কুলে ও ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা জি এম হাইস্কুলে সাইকেল ষ্ট্যান্ডের উদ্বোধন করা হয়। এই স্কুলটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারীতে অবস্থিত। প্রায় ৬০০ আদিবাসী ছাত্র বিশিষ্ট এই স্কুলটিতে কোন ভালো সাইকেল ষ্ট্যান্ড না থাকার ফলে অধিকাংশ সাইকেল রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছিল। হেড মাষ্টার মহাশয় জানান তাঁরা ইউ. এ. এল. বেঙ্গল কোম্পানীর জনহীতকর কাজকর্মের কথা জানতে পেরে তাঁরা কর্তৃপক্ষের কাছে সাইকেল ষ্ট্যান্ডটি করার জন্য আবেদন করেন। সেই আবেদনে সারা দিয়ে এটি নির্মিত হয়। এটির উদ্বোধন করেন সংস্থার এক্সিকিউটিভ ডাইরেক্টর কে. এন. পি. সিনহা সঙ্গে ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার সুনিল কুমার পান্ডে, কোম্পানীর পদস্থ আধিকারিক ও শিক্ষিকগন। শ্রী পান্ডে তাঁর বক্তব্যে বলেন শিক্ষার মানকে বাড়েনোর জন্য তাঁদের এই পদক্ষেপ। এর ফলে ছাত্র-ছাত্রীরা উপকৃত হলে তাঁদের এই উদ্দেশ্য সফল হবে। কোম্পানীর এই উদ্দ্যোগে ছাত্র-ছাত্রীরা খুবই উৎসাহিত হয়।

অন্যদিকে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা জি এম হাইস্কুলে সাইকেল স্ট্যান্ডের উদ্বোধন হয় গত শুক্রবার। ঝাড়গ্রাম জেলার তুঙ্গাধূয়া গ্রামের প্রসিদ্ধ এডবেষ্টার কোম্পানী ইউ. এ. বেঙ্গল কোম্পানীর দ্বার এই সাইকেল স্ট্যান্ডটি নির্মিত হয়। এর উদ্বোধন করেন ইউ. এ এল বেঙ্গল সংস্থার এক্সিকিউটিভ ডাইরেক্টর কে. এন. পি। সিনহা সঙ্গে ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার সুনীল কুমার পান্ডে ও কোম্পানীর পদস্থ আধিকারিকবৃঙ্গ।

Latest