Skip to content

১৩ ঘণ্টা কুয়েত এয়ারপোর্টে আটকে ভারতীয় যাত্রীরা, বিমানবন্দরে হেনস্তার শিকার!

নিজস্ব সংবাদদাতা : মুম্বই থেকে ম্যানচেস্টারগামী বিমানের সফরের মাঝে কুয়েত বিমানবন্দরে ১৩ ঘণ্টা আটকে ছিলেন ভারতীয় যাত্রীরা। তাঁদের দাবি, ‘কোনও খাবার, কোনও সাহায্য ছাড়া’ তাঁরা সেখানে আটকে পড়েন। এভাবে ১৩ ঘণ্টা আটকে পড়ে, তাঁরা বিক্ষভে শামিল হন। গোটা ঘটনা টুইট করে তাঁরা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাহায্য চান।এদিকে বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হচ্ছে না তাঁদের।পরে ভারতীয় দূতাবাস জানায়,খাবার আর জল আটকে পড়া ভারতীয় যাত্রীদের জন্য পাওয়া যাচ্ছে লাউঞ্জে। আর আটকা পড়া যাত্রীদের জন্য ফ্লাইটটি ২ ডিসেম্বর সকাল ৩.৩০ টায় নির্ধারিত হয়েছে।
সবচেয়ে বড় কথা, বিমানবন্দর কর্তৃপক্ষ কোনও রকম সাহায্য করছেন না ভারতীয় যাত্রীদের। তবে খবর পাওয়ামাত্র ব্যবস্থা নিয়েছে কুয়েতের ভারতীয় দূতাবাস। দ্রুত ভারতীয় যাত্রীদের যাবতীয় সাহায্য করে তারা।সংবাদমাধ্যম এনডিটিভির খবর বলছে, আরজু সিং নামে এক যাত্রী জানিয়েছেন, তিনি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে লাউঞ্জ অ্যাকসেস চেয়েছিলেন, তবে তা পাননি। আরজু সিং বলেন,' ১৩ ঘণ্টার বেশি হয়েছে। প্রায় ৬০ জন যাত্রী রয়েছেন। আমরা সম্ভব হলে লাউঞ্জ অ্যাক্সেসের জন্য বলেছিলাম, তাঁরা আমাদের জবাব দেননি।

Latest