Skip to content

ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা,৫০ মিনিট ধরে বৈঠক মোদী-জিনপিংয়ের!

নিজস্ব সংবাদদাতা : সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর মধ্যে হওয়া বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। ৩১শে আগস্ট রবিবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি সাংবাদিকদের জানান, বৈঠকে সীমান্ত–পার সন্ত্রাসবাদ, মার্কিন শুল্কনীতি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও সরাসরি বিমান পরিষেবা পুনরারম্ভের মতো নানা গুরুত্বপূর্ণ ইস্যু আলোচিত হয়েছে।সীমান্ত–পার সন্ত্রাসবাদে চিনের সমর্থন জানিয়েছে চিন।

মিস্রির বক্তব্য অনুযায়ী, মোদি বৈঠকে সীমান্ত–পার সন্ত্রাসবাদকে সর্বাধিক গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হিসেবে তুলেছেন। তিনি জোর দিয়ে বলেন যে ভারত ও চিন উভয়ই সন্ত্রাসবাদের শিকার এবং এই পরিস্থিতি মোকাবিলায় দুই দেশের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা অপরিহার্য। ভারতের উপরে যখন আমেরিকা ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে, সেই সময় চিন ভারতের পাশে দাঁড়িয়েছে। সেই আবহেই এবার ভারত-চিনের রাষ্ট্রপ্রধানের বৈঠক। ৩১শে আগস্ট রবিবার চিনের প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী মোদীর। প্রায় ৫০ মিনিট আলোচনা হয় তাদের। উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। মিস্রি জানান, চিনের পক্ষ থেকেও ভারতের অবস্থানের প্রতি সমর্থন জানানো হয়েছে। এই স্বীকৃতি কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আঞ্চলিক নিরাপত্তা পরিপ্রেক্ষিতেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Latest