Skip to content

হলদিয়ায় ইতিমধ্যে নতুন গেট তৈরির উদ্যোগ নিয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ!

1 min read

নিজস্ব সংবাদদাতা : অবশেষে ‘বিপজ্জনক’ হলদিয়া গেট ভেঙে ফেলা হচ্ছে। , গতকাল বুধবার রাতে ১০ঘণ্টার জন্য হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে বিপজ্জনক গেটটি সরানোর কাজ করা হবে। গতকাল বুধবার ৩ সেপ্টেম্বর,রাত ৮টা থেকে আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ। যান চলাচল নিয়ন্ত্রণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে এইচডিএ সর্বসাধারণের উদ্দেশে জানিয়েছে, জেলাশাসকের নির্দেশ অনুসারে ১১৬নম্বর জাতীয় সড়কে ব্রজলালচক থেকে কাপাসএড়িয়া পর্যন্ত অংশে ১০ঘণ্টার জন্য গাড়ি যাতায়াত বন্ধ থাকবে।

ওই সময়ে গাড়িগুলি ব্রজলালচক, চৈতন্যপুর, মহিষাদল, নন্দকুমার বাজার হয়ে বিকল্প পথে চলাচলের জন্য এইচডিএর তরফে অনুরোধ জানানো হয়েছে। ওই সময় মূলত পুরনো হলদিয়া গেট সরানোর কাজ চলবে রাস্তার উপর। গত ২০১৩ সালে আইকনিক হলদিয়া গেট তৈরি হয়েছিল।ইতিমধ্যে হলদিয়া উন্নয়ন পরিষদের তরফ থেকে পুরনো গেটটিকে সরিয়ে ফেলে নতুন ডিজাইনের হলদিয়া গেট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

Latest