Skip to content

হলদিয়ার ইন্সটিটিউট অব হেল্থ সায়েন্স কলেজ প্রাঙ্গণে শুরু হলো বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব!

নিজস্ব সংবাদদাতা: আজ শুক্রবার ১৭ই জানুয়ারী থেকে হলদিয়ার ইন্সটিটিউট অব হেল্থ সায়েন্স কলেজ প্রাঙ্গণে শুরু হলো ২১তম বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব। ১৭ থেকে ১৯ জানুয়ারি তিন দিনের এই উৎসবে এবার অতিথি হয়ে আসছেন বাংলা সাহিত্য সংস্কৃতি জগতের একঝাঁক তারকা। আগামী কয়েকদিন কবিতা, সাহিত্য, সংস্কৃতি চর্চার এক অনবদ্য আঙিনা হয়ে উঠবে কবি তমালিকা পণ্ডাশেঠ প্রতিষ্ঠিত বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব। সংবাদ সাপ্তাহিক আপনজন ও আইকেয়ার শিক্ষাসংস্থা আয়োজিত তিনদিনের এই সাহিত্য সংস্কৃতি উৎসবের উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ ও শিক্ষাবিদ লক্ষ্মণ শেঠ। উদ্বোধন উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অমর মিত্র, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায়, সাঁতারু বুলা চৌধুরী প্রমুখ।

উৎসব কমিটির সভাপতি সাহিত্যিক নলিনী বেরা বলেন, এবার উৎসবের সূচনায় হলদিয়া সাহিত্য সংস্কৃতি চর্চার অন্যতম ব্যক্তিত্ব ও আপনজন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত কবি তমালিকা পণ্ডাশেঠ নামাঙ্কিত স্পেশাল ইন্ডিয়ান পোস্টাল কভার প্রকাশ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ। সেই উপলক্ষ্যে উপস্থিত থাকবেন দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায়। উৎসবের প্রতিষ্ঠাতাকে সম্মানিত করতে কমিটি এই উদ্যোগ নিয়েছে। এবার বিশেষ আলোচনা পর্বে যোগ দিতে আসছেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও এবং রাজ্যসভার প্রাক্তন সদস্য জহর সরকার, বিশিষ্ট চিকিৎসক ও বাগ্মী কুণাল সরকার। প্রথম দিন কবি তমালিকা পণ্ডাশেঠ স্মারক বক্তৃতার বিষয় ‘রবীন্দ্রনাথ ও কাদম্বরী’। এবিষয়ে বলবেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়। ১৮ জানুয়ারি ‘আইকেয়ার: পশ্চিমবঙ্গ শিক্ষাক্ষেত্রে তার অবদান’ বিষয়ে বলবেন সংস্থার চেয়ারম্যান লক্ষ্মণ শেঠ ও সম্পাদক আশিস লাহিড়ি। ২৯ জানুয়ারি ‘ভারতীয় সংবিধানে সংরক্ষণ নীতি’ বিষয়ে বলবেন জহর সরকার। উৎসব কমিটির সম্পাদক কবি শ্যামলকান্তি দাশ বলেন, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলি ছাড়াও এবার দিল্লি, ঝাড়খণ্ড, অসম, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটক, তামিলনাড়ু, বিশাখাপত্তনম, কেরল, ওড়িশা, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর ও আন্দামান থেকে বিভিন্ন ভাষার ৩০জন কবি সাহিত্যিক এই উৎসবে যোগ দিচ্ছেন। দুবাই ও আমেরিকা থেকেও তিনজন কবি আসছেন। সব মিলিয়ে এবার শতাধিক কবি, সাহিত্যিক ও শিল্পী থাকবেন।

Latest