Skip to content

৪ দিন যান চলাচল নিয়ন্ত্রণ হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক!

পূর্ব মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন: ১৭ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত রেলের কাজ চলবে। পূর্ব মেদিনীপুর হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের নন্দকুমার রেলগেটে বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। এই চার দিন রাত ৯টার পর হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে নন্দকুমার রেলগেটের লেভেল ক্রসিং দিয়ে কোনওরকম যান চলাচল হবে না। ফলত, স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের মধ্যে পড়তে হবে বলে মনে করা হচ্ছে। এই রঙের উৎসবে বহু পর্যটক ছুটি কাটাতে এসেছিলেন দিঘাতে। মনে করা হচ্ছে, এক সঙ্গে রাজ্য সড়ক ও রেলের লেভেল ক্রসিং বন্ধ হওয়ায় বেজায় সমস্যায় পড়বেন পর্যটকরাও। পূর্ব মেদিনীপুর প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাতে যে সমস্ত যাত্রীরা দিঘা থেকে বাড়ি ফিরবেন, তাঁদের তমলুকের নারায়ণপুরের রাস্তা ধরে রূপণারায়নের পাড় বরাবর রাস্তা দিয়ে যাতায়াত করতে হবে।

Latest