Skip to content

খড়গপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে শুভ রাখি বন্ধন পালন!

অরিন্দম চক্রবর্তী : খড়গপুর পৌরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ড নাগরিক সমিতির পক্ষে ৯ই আগস্ট সারম্বরে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। পথ চলতি কয়েক শত মানুষকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয় সমিতির পক্ষ থেকে। এদিন বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের বিধায়ক সুজয় হাজরা, খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ, প্রাক্তন শহর বিধায়ক প্রদীপ সরকার, কাউন্সিলর বনতা মুরলি, ডি বাসন্তী, তৃণমূলের ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি বাপ্পা সরকার ও জেলার সাধারণ সম্পাদক গৌরম মুখার্জি এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কচিকাঁচাদের নাচ-গান আবৃত্তি সকলকে মুগ্ধ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন চন্দ্রানী ত্রিপাঠি।

Latest