ঝাড়গ্রাম নিজস্ব সংবাদদাতা : ভোটের দিন আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ । ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়। শ্লীলতাহানি-সহ একাধিক জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে বলে খবর। ভোটের দিন আক্রান্ত হয়েছিলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী, ইটের ঘায়ে জখম হন প্রার্থীর নিরাপত্তা রক্ষীও। এতেই শেষ নয়। অভিযোগ, তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। আবার ওই দিনই প্রণতের বিরুদ্ধে গড়বেতা থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা হয়েছে, অভিযোগ বিজেপি প্রার্থীর। প্রণতের দাবি, গড়বেতা বিধানসভার অন্তর্গত যে ২০০ নম্বর বুথ রয়েছে, সেখানে, ভোটের দিন, প্রার্থী হিসেবে পরিদর্শনে গিয়েছিলেন। তাঁর সঙ্গে সিআরপিএফ জওয়ানরাও ছিলেন। তাঁর কথায়, 'আমরা তো আক্রান্ত হয়েছিই, তার উপর আবার আমাদের বিরুদ্ধে মামলা করছে। এখান থেকে বোঝা যাচ্ছে, পুলিশ প্রশাসনের একাংশে কী ভাবে শাসক দলের হয়ে কাজ করছে।