Skip to content

মেদিনীপুর শহরের অবস্থিত হজরত পীর পাহেলওয়ান বাবার মাজার ৮২ তম বর্ষ ঊরুষ উৎসব পালন করা হল!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের LIC মোড়ে অবস্থিত হজরত পীর পাহেলওয়ান বাবার মাজার শরীফে শুক্রবার ৮২ তম বর্ষ ঊরুষ উৎসব পালন করা হল। প্রতি বছরের মত এবছরও শনিবার ও রবিবার দুদিন ব্যাপী পালন করা হচ্ছে পীর পাহেল ওয়ান বাবার মাজারের ঊরুষ উৎসব। সকাল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম ও হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষেরা মাজারে এসে ধুপ চাদর চাপিয়ে প্রার্থনা করে। একই সাথে সকাল থেকেই মাজারের সামনে কোরআন পাঠ ও তেলাওয়াত করা হয়। সন্ধ্যায় মাজার শরীফ প্রাঙ্গণে একটি জলসার আয়োজন করা হয়। যেখানে কলকাতার বিখ্যাত মাওলানা সাহেব উপস্থিত ছিলেন। রবিবার পীর পাহেল ওয়ান মাজার শরিফের খাদেমের উদ্যোগে এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে প্রায় ৩০০ জন কে শীতবস্ত্র প্রদান করা হয়। খাদেমের পরিবারের জামাই ওয়ারেশ আলী জানান মেদিনীপুর শহরে এল আই সি মোড়ে অবস্থিত হজরত পীর পাহেল ওয়ান সা বাবার মাজার শরীফ জাকে মেদিনীপুর শহরবাসী জানেন এল আই সি বাবার মাজার নামে প্রতিবছর মাঘ মাসে ২৬ ও ২৭ তারিখ এই ঊরুষ উৎসব পালন করা হয়। প্রথম দিন ঊরুষ পালন হয় দ্বিতীয় দিন কলকাতার বিখ্যাত কাওয়ালদের কে নিয়ে কাওয়ালী করা হয়। এবছর মাজারের কাওয়ালী বন্ধ করে দুস্থ মানুষদের কে শীতবস্ত্র তুলে দেওয়া উদ্যোগ নেওয়া হল।এই দিন ঊরুষ উৎসবে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান, মাওলানা আজহার আলী সাহেব, খাদেম সেখ মাহাতাব হোসেন, সেখ আলতাফ, সেখ আজগর হোসেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।

Latest