নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি বিডিও অফিসের হেড ক্লার্ক ও হিসাবরক্ষক অভিষেক গঙ্গোপাধ্যায়য়ের (৩৮) রক্তাক্ত দেহ উদ্ধার। গলা থেকে গাল পর্যন্ত গভীর ক্ষত। রক্তাক্ত সারা শরীর। মর্মান্তিক ঘটনায় শিউরে উঠেছে এলাকাবাসী। জানাযায়, তিনি ২০২৩ সাল থেকে কেশিয়াড়ি বিডিও অফিসে কর্মরত ছিলেন। মেদিনীপুর শহরের বাসিন্দা অভিষেক মাসখানেক হলো ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। আর সেই ভাড়া বাড়ি থেকে মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ উদ্ধার হলো তাঁর মৃত দেহ। এ দিকে এই ঘটনায় সন্ধ্যে ৬টা নাগাদ ৪ জনকে আটক করে কেশিয়াড়ি থানার পুলিশ। অভিষেকের সঙ্গেই ওই ভাড়া বাড়িতে থাকতেন শিবু রাউল নামে এক কলেজ ছাত্র। মঙ্গলবার এই ঘটনার পরে গা ঢাকা দেন তিনি। স্থানীয় পুলিশ খড়্গপুর সংলগ্ন একটি এলাকা থেকে শিবুকে আটক করে। কথায় অসঙ্গতি বুঝে পরে শিবুকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, সোমবার রাতে অভিষেকের সঙ্গে বচসা হয় শিবুর। আর সেই বচসার কারণেই ছুরি দিয়ে কুপিয়ে অভিষেককে খুন করা হয়েছে। বুধবার খড়্গপুর মহকুমা হাসপাতালে অভিষেকের দেহের ময়নাতদন্ত হওয়ার কথা। ইতিমধ্যেই পরিবারকেও খবর দেওয়া হয়েছে।
কেশিয়াড়ি বিডিও অফিসের হেড ক্লার্ক-এর রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত দেহ উদ্ধার!
