Skip to content

ঘাটাল রেডক্রশ সোসাইটির উদ্যোগে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ২৩শে জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে ভারতীয় রেড ক্রস সোসাইটি ঘাটাল মহকুমা শাখার উদ্যোগে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির হলো। ঘাটাল ব্লকের চন্দননগর রাধানগরে আয়োজিত এই অনুষ্ঠানে ওয়াইল্ড লাইফ রেসকিউয়ার অর্থাৎ বন্যপ্রাণ রক্ষায় উল্লোখযোগ্য অবদানের জন্য মলয় ঘোষকে সংবর্ধিত করা হয় বলে জানিয়েছেন রেড ক্রস সোসাইটির বিলিভ ইন চার্জ শুভদীপ সিংহ রায়। উপস্থিত ছিলেন ভারতীয় রেডক্রস সোসাইটি ঘাটাল মহকুমা শাখার সম্পাদক নারায়ণ ভাই, পঞ্চায়েত প্রধান প্রশান্ত রায়, এক্সিকিউটিভ বডির সদস্য ইন্দ্রনীল ঘোষ, রামমোহন চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন ছোটদের বসে আঁকো প্রতিযোগিতাও হয়।

Latest