Skip to content

সিকিমে অতিবৃষ্টির জের, জলস্তর বাড়ছে তিস্তায়!

নিজস্ব সংবাদদাতা :  ক্রমশ জলস্তর বাড়ছে তিস্তা নদীতে । সতর্ক জলপাইগুড়ি জেলা প্রশাসন । ইতিমধ্যেই বৃহস্পতিবার তিস্তার গাজোলডোবা ব্যারেজ থেকে ছাড়া হয়েছে জল । ফলে সমতলে নিচু এলাকায় জল বাড়ার সম্ভাবনা আরও বেড়েছে । এই বিষয়ে সদর ব্লক প্রশাসনকে সতর্ক করা হয়েছে ।অতিরিক্ত বৃষ্টির সতর্কবার্তা জারির আটচল্লিশ ঘণ্টার মধ্যেই ত্রাহি রব উঠেছে উত্তরবঙ্গ ও সিকিমে। অতিবৃষ্টির জেরে ধস নামা, বাড়ি ধসে পড়া, রাস্তা ভেসে যাওয়া থেকে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ায় নাভিশ্বাস উঠেছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং ও সিকিমের বিস্তীর্ণ এলাকায়। ধসের জেরে গ্যাংটক থেকে উত্তর সিকিমের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বেহাল হয়ে গিয়েছে। আটকে পড়েছেন প্রায় আড়াই হাজার পর্যটক। গাড়ি খাদে পড়ে যাওয়া ছাড়াও গাড়ির উপরে পাথর পড়ে সব মিলিয়ে মোট সাত জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিকিমের বাসিন্দা পাঁচ জন। তার মধ্যে তিন জন পুলিশ কর্মী বলে সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জোড়থাঙের কাছে মাঝিটারে গাড়ির উপরে পাথর পড়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সিকিমে ব্রিজ ভেঙে আরও বিপত্তি বেড়েছে। বৃহস্পতিবার তিস্তার ওপরে সাংকালাং স্ট্রান্ডস ব্রিজ ভেঙে পড়েছে। তাতে লাচুং ও চুংথামে দেড় হাজারের মতো পর্যটক আটকে রয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে উত্তরবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হচ্ছে। ধূপগুড়ি শহর-সহ গোটা ডুয়ার্স জুড়ে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। যে কারণে ডুয়ার্সের বিভিন্ন নদীতে  জল বাড়তে শুরু করেছে।

Latest