নিজস্ব সংবাদদাতা : প্রবল বৃষ্টিতে ভাসছে বাংলার অন্যান্য জেলার মতোই বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি চলছে বাঁকুড়াতেও। বাঁকুড়ার জেলার বড়জোরার ঘুটঘুড়িয়া গ্রামে সবজি তুলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল দম্পতির । শুক্রবার সকালে জমিতে সবজি তুলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল নীরোদ সাঁতরা ও রানি সাঁতরা।শুক্রবার সকালেও মুষলধারে চলছে বৃষ্টি। এরই মাঝে সাঁতরা দম্পতি সকালে বাড়ি থেকে বেরিয়ে জমিতে যান। ভেবেছিলেন ভেন্ডি তুলেই ফিরে আসবেন। সেই সময় বাজ পড়ে মৃত্যু হয় দম্পতির। বৃষ্টি থামার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।