নিজস্ব সংবাদদাতা : শুক্রবার ১৮ই এপ্রিল দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা তিন জেলায়। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। সাত জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। সেগুলো হল হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা।