Skip to content

অবশেষে স্বস্তি!সোমবার সন্ধ্যায় রাজ্যের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি!

নিজস্ব সংবাদদাতা : সোমবার সন্ধ্যায় রাজ্যের দক্ষিণ থেকে উত্তরের বেশির ভাগ জেলাতেই হল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কোথাও মাঝারি, কোথাও আবার ভারী। সঙ্গে ঝোড়ো হাওয়া। বৃষ্টির কারণে প্রায় ৪০ মিনিট দক্ষিণ শাখায় বিঘ্নিত ছিল ট্রেন চলাচল। বিপাকে পড়েন যাত্রীরা।পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামেও হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বৃষ্টির ছোঁয়া পেয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান। উত্তরবঙ্গের কোচবিহারেও হয়েছে বৃষ্টি। সব জায়গাতেই বৃষ্টির সঙ্গে চলেছে ঝোড়ো হাওয়া।সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঝড়ের গতি ছিল ৭৪ কিলোমিটার। রাত ৮টা ৫৯ মিনিটে ঝড়ের গতি ছিল ঘণ্টায় ৭৭ কিলোমিটার। সন্ধ্যার সময় বৃষ্টির কারণে বিপাকে পড়েন অফিস ফেরত যাত্রীরা।রাস্তায় তৈরি হয় তীব্র যানজট। বাস, ট্রেন ধরতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। শহরের বেশ কিছু রাস্তায় গাছ পড়ে যায়।বুধবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝড়ের সম্ভাবনা।

Latest