Skip to content

প্রকৃতির ভয়াল রূপ উত্তরাখণ্ডে,বৃষ্টি আর ধসে বিপর্যস্ত হরিদ্বার!

নিজস্ব প্রতিবেদন: প্রকৃতি তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে, এক দিকে কেরালা এবার অন্যদিকে মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিধ্বস্ত উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে সরকারি মতে মৃতের সংখ্যা বেড়ে হল ১২। নিখোঁজ অনেকে। হরিদ্বার, টিহরী, দেহরাদূন এবং চামোলি চার জেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। চারই জেলা ভেসে গিয়েছে বহু বাড়ি-ঘর। ভারী বৃষ্টির জেরে দেহরাদূনের বহু এলাকা প্লাবিত হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেহরাদূনে ১৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে হরিদ্বারের রোশনাবাদে। ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২১০ মিলমিটার। রায়বালায়-১৬৩ মিমি, হলদওয়ানিতে-১৪০, হরিদ্বারে-১৪০, রুড়কিতে-১১২ এবং নৈনিতালে-৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়েছে সোনপ্রয়াগে মন্দাকিনী নদীর জলস্তর বিপদসীমা ছুঁয়ে ফেলায়। হরিদ্বারের রুড়কিতে ভারপুর গ্রামে ভারী বৃষ্টিতে একটি বাড়ি ভেঙে পড়েছে। এমনকি মৃত্যুও ঘটেছে কয়েকজনের।

Latest