Skip to content

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ,শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি!

নিজস্ব সংবাদদাতা :  শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। শনিবার থেকে উত্তরবঙ্গে ফের বভারী বৃষ্টি পূর্বাভাস দিল হাওয়া অফিস। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, শুক্রবার উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে।। এর জেরেই সপ্তাহান্তেই বৃষ্টি হবে রাজ্যজুড়ে। শুক্রবার থেকে রাজ্যের আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

Latest