নিজস্ব সংবাদদাতা : ২৬শে অক্টোবর রবিবার মেদিনীপুর কলেজ প্রাক্তন ছাত্র সম্মিলনীর উদ্যোগে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ বিজয়া সম্মিলনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজ (স্বশাসিত)- র ভারপ্রাপ্ত অধ্যাপক তথা প্রাক্তনীর সভাপতি প্রফেসর সত্যরঞ্জন ঘোষ, মেদিনীপুর কলেজ ছাত্র সম্মেলনীর কার্যকরী সভাপতি ড: হরিপ্রসাদ সরকার, খড়্গপুর গ্রামীণ বিধায়ক ও MKDA- এর চেয়ারম্যান দীনেন রায়, প্রণব চক্রবর্তী, চন্দন বসু, UCO ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার দিলীপ কুমার মৃধা প্রমুখ। নাচ, গান, আবৃত্তি ও নাটকের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে প্রাক্তন ছাত্র- ছাত্রীরা পালন করলেন বিজয়া উৎসব। সকলের সক্রিয় অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক সন্ধ্যা কাটল আনন্দ ও সৌহার্দ্যের আবহে।