নিজস্ব সংবাদদাতা : বুধবার ৭ মে প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫-এর ফলাফল। মোট ৪৮২৯৪৮ পরীক্ষার্থী আবেদন করেছিলেন উচ্চ মাধ্যমিকের জন্য। ৪৭৩৯১৯ জন পরীক্ষা দিয়েছে। উচ্চ মাধ্যমিকে পাশ করেছে ৯০.৭৯ শতাংশ। উচ্চ মাধ্যমিকে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র সৌম্য সুন্দর রায় নবম, (প্রাপ্ত নম্বর ৪৮৯) এবং সাগ্নিক পাত্র দশম, (প্রাপ্ত নম্বর ৪৮৮) স্থান অধিকার করেছে। সব থেকে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুর ৯৫. ৭৪ শতাংশ, দ্বিতীয় উত্তর ২৪ পরগনায় ৯৩.৫৩ শতাংশ, তৃতীয় স্থানে কলকাতা ৯৩.৪৩ শতাংশ।