Skip to content

পাঁশকুড়ায় শিশু-কিশোরদের মিলন আসর!

1 min read

পূর্ব মেদিনীপুর,নিজস্ব সংবাদাতা: শিশু ও কিশোরদের সংগঠন 'কমসোমল' এর পাঁশকুড়া শাখার উদ্যোগে আজ সকালে পাঁশকুড়া কলেজ সংশ্লিষ্ট "পথের দাবী"তে এক মিলন আসর অনুষ্ঠিত হয়। পরীক্ষা অবসরে শীতকালীন এই মিলন আসরে সঙ্গীত, আবৃত্তি ও বড় মানুষদের জীবনী থেকে শিক্ষা নিয়ে জীবনবোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। সংগঠনের তরফে জানানো হয়, সাপ্তাহিক শিশু কিশোরদের নিয়ে শরীরচর্চা ও মনীষী চর্চার অঙ্গ হিসাবে মিলন আসরের আয়োজন করা হয়েছিল। শিশু-কিশোরদের সাথে অনেক অভিভাবক মা-বাবারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। সারাদিন ধরে এই মিলন আসর ছিল প্রাণবন্ত।

Latest