পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বাংলার মুখ্যমন্ত্রী আরামবাগ থেকে ঘোষণা করেছেন ঘাটাল মাস্টারপ্ল্যান রাজ্য সরকার করবে। এই ঘোষণার পর চাপে পড়েছে বঙ্গ–বিজেপি নেতারা। ফেব্রুয়ারি মাসের শেষলগ্নে কলকাতা সফরে এসে দলের কোর কমিটির সঙ্গে বৈঠক করে বাংলা থেকে লোকসভার ৪২টি আসনের প্রার্থী ছকে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে সূত্রের খবর।ঘাটালে হিরণকে প্রার্থী করার কথা ভাবা হয়েছে। কারণ এতক্ষণে ঠিক হয়ে গিয়েছে অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন। দলের বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে ঘাটালে প্রার্থী করা হোক চাইছেন দলের অনেকেই।সম্প্রতি ঘাটাল লোকসভাকেন্দ্রের মাটি কামড়ে পড়ে থাকতে দেখা গিয়েছে হিরণকে।