ঢাকা, জাকির হোসেন: ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক দিয়ে এবার লিফলেট বিলি হচ্ছে বাংলাদেশের রাস্তায় রাস্তায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেসব লিফলেট বিলি করা হচ্ছে। ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক দিয়ে ওই লিফলেট ছাপিয়েছে বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর। রাজধানী ঢাকাতেও রাস্তায় পড়ে থাকতে দেখা যাচ্ছে কাগজগুলি, সাঁটানো হচ্ছে দেয়ালে দেয়ালে৷

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশজুড়ে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়৷ এরই মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে বিভিন্ন মৌলবাদী সংগঠন৷ হিযবুত তাহরীর তেমনই একটি জঙ্গিবাদী সংগঠন হিসেবে ইসলামিক স্টেট তথা আইএসের সাথে মিলে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ৷ নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের এরকম প্রকাশ্যে আসায় দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ অন্তর্বর্তী সরকারকেও তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না এখনও অবধি৷ "তবে কি সরকার এই সংগঠনগুলিকে মদদ দিচ্ছে?" -প্রশ্ন উঠেছে তাও৷ হিযবুত তাহরীর বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, জার্মানি, তুরস্ক, যুক্তরাজ্য, কাজাখস্তান এবং সমস্ত মধ্য এশিয়া, ইন্দোনেশিয়া এবং সমস্ত মধ্যপ্রাচ্যে (লেবানন, ইয়েমেন, দুবাই ব্যতীত) 'সন্ত্রাসবাদী সংগঠন' হিসেবে নিষিদ্ধ। ২০১৭ সালে ইন্দোনেশিয়া সরকারি বিধি ও জাতীয় মতাদর্শের সঙ্গে অমিলের কারণে হিযবুত তাহরীরের আইনগত স্বীকৃতি বাতিল করে। জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত৷ গত ১০ অক্টোবর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেয়। প্রজ্ঞাপনে বলা হয়, "জিহাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভারত সহ বিশ্বব্যাপী ইসলামী রাষ্ট্র ও খিলাফত প্রতিষ্ঠা করতে চায় হিযবুত তাহরীর। শুক্রবার (১১ অক্টোবর) থেকে এই সংগঠন প্রকাশ্যে বা গোপনে তাদের কোনো সাংগঠনিক কাজ করতে পারবে না।" উল্লেখ্য, ভারতে সংগঠনটি মূলত আইএস সহ একাধিক ইসলামিক বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে। হালে বেশ কিছু অভিযানে এই সংগঠনের কার্যক্রমের সক্রিয়তা ভারতীয় গোয়েন্দাদের নজরে আসে।
