Skip to content

হলদিয়া পেট্রোকেমিক্যালস শিল্প কারখানার উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক !

পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার সকালে প্রদীপ জ্বালিয়ে দুর্গাচক থানা এলাকার রঘুনাথচকে হলদিয়া পেট্রোকেমিক্যালস কারখানার উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক তানবীর আফজল। কারখানার প্রবেশপথেরও ফিতে কাটলেন তিনি। জেলাশাসক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক কে. সুধীর, হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার নভনীত নারায়ণ এবং এ্যডপ্লাস কেমিক্যালস এন্ড পলিমার্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর অশোক কুমার ঘোষ।

Latest

খড়গপুরে বন্ধুদের সাথে চা খাওয়ার সময় তারা দুষ্কৃতী মাতালদের হামলার শিকার পুলিশের আইবি শাখায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু!