পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর সদর ব্লকের মনিদহ এলাকায় নদী ভাঙ্গন পরিদর্শন করলেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন ও সেচ দপ্তরের মন্ত্রী ডা: মানস রঞ্জন ভূঁইয়া,বিধায়ক সুজয় হাজরা। বৃহস্পতিবার পরিদর্শনে এসে কথা বললেন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে। ঘটনাস্থলে দাঁড়িয়েই সেচ দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিলেন নদীর জলস্তর কমলেই নদী পাড় ভাঙ্গনের প্রতিরোধে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য।

গত কয়েকদিনের বৃষ্টিতে এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া ফলে বেড়েছে কংসাবতী নদীর জলস্তর, তীব্র জলের স্রোতে ভাঙতে শুরু করেছে নদীপাড়। মনিদহ গ্রাম এলাকায় প্রায় এক কিলোমিটারেরও বেশি নদী পাড়ে দেখা দিয়েছে ধ্বস। ফলে আতঙ্কিত গ্রামের মানুষেরা বৃহস্পতিবার সেই এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী,বিধায়ক সুজয় হাজরা । নদী ভাঙ্গন রোধে যাবতীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার জন্য দায়ী করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। নদীর পাড় ভাঙ্গনের ফলে ইতিমধ্যেই নদীগর্ভে চলে গিয়েছে প্রায় ১৫০ বিঘা চাষযোগ্য জমি। আর নদীর ভাঙ্গন শুরু হতেই দুশ্চিন্তায় রাত কাটাচ্ছে মনিদহ গ্রামের বাসিন্দারা। এক চাষী মঞ্জু দোলুই তার জমিতে চাষ করেছে ঝিঙ্গা ও বরবটি, নদীর ভাঙ্গনের ফলে সব নষ্ট হয়ে যায়।