নিজস্ব প্রতিবেদক,পূর্ব মেদিনীপুর: ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়ন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির নেতৃত্বে লাগাতার আন্দোলনের ফলে গত তিন মাস পূর্বে হোসিয়ারী শ্রমিকদের ২০২২ সালের ন্যূনতম মজুরী অনুসারে মাত্র ৩ শতাংশ মজুরীবৃদ্ধি ঘটেছিল। পরের মাসে বকেয়া আর এক বছরের (অর্থাৎ ২০২৩ সালের)মজুরীবৃদ্ধি কার্যকর করা হবে বলে মেকার মালিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সে সময় কথা দিয়েছিল। কিন্তু তা এখনো কার্যকর হয়নি। অথচ আর দু'মাস পরেই দুর্গাপুজো। অবিলম্বে ওই মজুরীবৃদ্ধি কার্যকর সহ আসন্ন পূজা বোনাস সম্পর্কিত বিষয়ে আলোচনার জন্য আজ ২৭ শে জুলাই,বরদাবাড় প্রাইমারী স্কুলে সমস্ত স্তরের হোসিয়ারী শ্রমিকদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের জেলা উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক। এছাড়াও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের জেলা সভাপতি মধুসূদন বেরা,যুগ্ম সম্পাদক তপন কুমার আদক ও নব শাসমল প্রমুখ। সভা থেকে উপরোক্ত দাবীতে কোলাঘাটের শ্রম দপ্তর অফিসে আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়। উক্ত সভায় এ.আই.ইউ.টি.ইউ.সি.'র প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫০ তম স্মরণ দিবস উদযাপন সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা হয়।
হোসিয়ারী শ্রমিকদের সভা থেকে আন্দোলনের ডাক!
