পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রামপঞ্চায়েতের কুরান গ্রামের দীপালি এতদিন কোনও এক অজানা কারণে সরকারি খাতায় ‘মৃত’ ছিলেন। সংবাদমাধ্যমে খবর প্রকাশ হতেই হাতে পেলেন লক্ষ্মীর ভাণ্ডারের ৯ মাসের বকেয়া টাকাও।প্রায় এক মাসের মাথায় মেটে সমস্ত জটিলতা। দীপালি বলেন, আট মাস ধরে আমার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে গিয়েছিল। সমস্ত খোঁজ খবর করে জানতে পারি আমি নাকি মৃত। সংবাদমাধ্যম খবর করতেই দেখছি বকেয়া টাকা পেয়ে গিয়েছি।