নিজস্ব সংবাদাতা : ভারত-বাংলাদেশ নিয়ে জোর চর্চা উভয় দেশ জুড়ে।ভারতীয় সীমান্তে রয়েছে কড়া নিরাপত্তা। অনুপ্রবেশের আশঙ্কা প্রসঙ্গে, অনুপ্রবেশেকারীদের রুখতে তৎপর BSF-এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনীন্দর সিং তাই জানিয়েছেন। বলেন,“সীমান্ত পাহারায় গত কয়েক সপ্তাহ ধরে আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে রাতের পাহারায়। এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর যে রকম নির্দেশ আছে সেই অনুযায়ী কাজ করা হচ্ছে।” তারই সাথে জানিয়েছেন সীমান্তে যে অংশগুলিতে কাঁটাতার নেই,সেই দিকটি চিন্তা করে সেই জায়গা গুলিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত জওয়ানদের। উস্কানিমূলক মন্তব্য প্রসঙ্গে, জওয়ানদের সাফ নির্দেশ শীর্ষ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যাতে কোনও রকম পদক্ষেপ না করা হয়। এমনকি জাল পাসপোর্ট আটকাতে সীমান্তে মাইগ্রেশন দফতর ও বিএসএফ সর্বদা নজর রেখেছে,কাজ হচ্ছে রাজ্য পুলিশএর সঙ্গে যোগাযোগ রেখেও। সিম কার্ড নিয়ে যদি কোন ইস্যু হয়ে থাকে সেই বিষয়টিও দেখা হচ্ছে বিএসএফ-এর তরফে। তবে সীমান্তের এই কড়া নিরাপত্তা অতিক্রম করার দুঃসাহস যে কেউই দেখাবেনা এইটা স্বীকার করছে বিএসএফ।