নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলায় ৭ কোটি টাকার বেশি মদ ও বিয়ার বিক্রি হল। কালীপুজোয় দেশি মদ বেশি বিক্রি হয়েছে। একদিনে এক কোটি টাকার বেশি দেশি মদ বিক্রি হয়েছে। প্রশাসনের এক আধিকারিক জানান, জেলাজুড়ে চোলাই ও বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হয়েছে। বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে চোলাই ও বেআইনি মদ উদ্ধার হয়েছে। তাই মদ বিক্রি করে রাজস্ব অনেকটাই বাড়ছে। কালীপুজোর দিন বিকেল ৪টের পর থেকে হু হু করে মদ বিক্রি বাড়তে শুরু হয়েছে।এদিন আবগারি দপ্তরের সুপার সুরজিৎ সরকার ও দপ্তরের খড়্গপুর ওসি অংশুমান ঘোষ বলেন, কালীপুজোয় একদিনে মদ বিক্রির পরিমাণ বেড়েছে। চোলাই মদ বিক্রি নিয়ে লাগাতার অভিযান চালানোর জন্য রাজস্ব বেড়েছে। পুজোর সময়ও ব্যাপক হারে নজরদারি চালানো হয়েছে। কেউ নিষিদ্ধ মদ বিক্রির সঙ্গে যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, কালীপুজোর দিন পাল্লা দিয়ে মদ বিক্রি বাড়তে থাকে। অন্যান্য মাসের তুলনায় পুজোর মাসেই মদ বিক্রি অনেকটাই বেড়েছে বলে মত প্রশাসনের আধিকারিকদের। কালীপুজোর এই বিক্রির ধারা এবার জগদ্ধাত্রী পুজোতেও চলতে পারে বলে আশা করছেন প্রশাসনের আধিকারিকরা।