Skip to content

অল্পের জন্য হাতছাড়া সেঞ্চুরি! রিচা ঘোষের দুর্দান্ত ইনিংসে দক্ষিণ আফ্রিকার সামনে ২৫২ রানের টার্গেট দিল ভারত

রিচা ঘোষ।

নিজস্ব সংবাদদাতা : ICC মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে ওডিআই সিরিজে আবারও ব্যাট হাতে ঝলসে উঠলেন রিচা ঘোষ। কিন্তু ভাগ্য যেন একটু মুখ ফিরিয়েছিল তাঁর দিক থেকে। মাত্র কয়েক রানের জন্য ওডিআই কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাতছাড়া করলেন রিচা। টেকনোলজির সিদ্ধান্তেই শেষ হল তাঁর ইনিংস — কোমরের উচ্চতায় ফুলটস বল হলেও প্রযুক্তি জানাচ্ছে, মাত্র ৪ সেন্টিমিটার কমে সেটি নো বল নয়! ফলে আক্ষেপ থেকেই গেল ভারতীয় তারকার মুখে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ভারত তোলে ২৫১ রান। ভারতকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেন দুই বাঁ হাতি স্পিনার ক্লোই ট্রায়ন ও মালাবা।ইনিংসের ভরকেন্দ্র ছিলেন রিচা ঘোষ, যিনি আক্রমণাত্মক ব্যাটিংয়ে একের পর এক চমৎকার শট খেলেন। পাশে ছিলেন অভিজ্ঞ খেলোয়াড়রা, কিন্তু শেষ মুহূর্তে আউট হয়ে থামলেন রিচা। তবুও তাঁর ইনিংস দলকে বড় রান তোলার ভিত্তি দিয়েছে। অন্যদিকে, লাস্ট আপডেট অনুযায়ী দক্ষিণ আফ্রিকা ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭০ রান তুলেছে। ভারতীয় বোলাররা শুরু থেকেই চাপ তৈরি করে রেখেছেন। বোলিং আক্রমণে ধার দেখাচ্ছেন রেনুকা সিং, দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গায়কোয়াড়। ম্যাচের অবস্থা এখন ভারতের পক্ষে কিছুটা এগিয়ে, তবে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারে। দেখা যাক, রিচার দুর্দান্ত ইনিংসটি শেষমেশ ভারতকে জয় এনে দিতে পারে কি না।

Latest