Skip to content

ইচ্ছামতো গজিয়ে উঠেছে ফ্ল্যাট-শপিংমল,নোটিস ধরাল পুরকর্তৃপক্ষ!

হুগলি নিজস্ব সংবাদদাতা : পুরসভা এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ। জি-প্লাস ফোরের প্ল্যান পাশ করিয়ে জি-প্লাস ফাইভ আবাসন করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে নোটিস ধরাল পুরকর্তৃপক্ষ। বৈদ্যবাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। যদিও যিনি প্রোমোটার, তাঁর দাবি কোথাও বেআইনি কিছু হয়নি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এখানে বেআইনিভাবে এই আবাসন নির্মাণ করা হচ্ছে। অথচ মানা হচ্ছে না কোনও নিয়ম। “ছাদের উপর যে শেড করা হয় সেটা ভেঙে ঝুলছিল। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারত। আর ফ্ল্যাট তৈরিতে নিয়ম মানা হয়নি। যে পরিমাণ ছাড় সামনে পিছনে দেওয়া দরকার, তা দেওয়া হয়নি। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ করা হোক। পুরসভায় আমরা তা জানিয়েছি।” অভিযোগ পাওয়ার পরই বৈদ্যবাটি পুরসভা, যে অংশে প্ল্যানবহির্ভূত বেনিয়ম হয়েছে, তা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। এর জন্য ওই প্রোমোটারকে সাতদিন সময়ও দেওয়া হয়েছে । এই সময়ের মধ্যে কাজ না হলে আইনের পথে হাঁটবে পুরসভা। যদিও অভিযুক্ত প্রোমোটার বলেন, “আমি কোনও নোটিস পাইনি। আর বেআইনি কোনও নির্মাণও হয়নি। তবে পুরসভায় গিয়ে আমি আবার দেখব। প্ল্যান মেনেই আমি যা করার করেছি।” বর্তমানে মেদিনীপুর শহরেও যেখানে সেখানে গজিয়ে উঠেছে বহু ফ্ল্যাট। আসলি সেগুলি বৈধ? না প্ল্যান পাশ করিয়েছে এক আর আবাসন করা হচ্ছে আর এক।

Latest