সেখ ওয়ারেশ আলী : মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষের পবিত্র রমজান মাস চলছে আর কয়েকদিন পরেই খুশির ঈদে মেতে উঠবে মুসলিম সম্প্রদায়িক মানুষ । এই উপলক্ষে মেদিনীপুর শহরের বিভিন্ন মসজিদ গুলিতে ইফতার সামগ্রী ও নতুন পোশাক তুলে দিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। এই দিন মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা তার অনুগামীদের নিয়ে মেদিনীপুর শহরে মসজিদ গুলিতে ইফতার সামগ্রী পৌঁছে দেন। শুধু তাই নয়, মেদিনীপুর শহরের ইমাম ও মুয়াজ্জিনদের পবিত্র ঈদ উপলক্ষে নতুন পোশাক উপহার হিসেবে তুলে দেন বিধায়ক সুজয় হাজরা।

অন্যদিকে সোমবার মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেস এর পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মেদিনীপুর শহরের ১৩,১৪,২১ ও ২৩ নং ওয়ার্ডের অন্তর্গত দেওয়ান বস্তি মসজিদ,জোড়া মসজিদ,পাঠান মহল্লা মসজিদ,বায়তুল আমন মসজিদ সহ বিভিন্ন মসজিদ এর ইমাম সাহেবদের হাতে ইফতার সামগ্রী নতুন পোশাক তুলে দেওয়া হলো।উপস্থিত হয়েছিলেন আবির আগারওয়াল ও বিশ্বজিৎ চক্রবর্তী ও শহর তৃণমূল যুব কংগ্রেস ওয়ার্ড সভাপতি ও সদস্যরা।
