পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ভারতীয় নৌবাহিনী এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর নতুন দিল্লিতে নৌ সদর দফতরে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। যা প্রযুক্তির অগ্রগতি, উদ্ভাবনী সমাধান তৈরি এবং গবেষণা ও উন্নয়নে সহযোগিতার প্রতি তাদের উত্সর্গ প্রদর্শন করে ৷আজ, বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানানো হয়েছে ৷ আইআইটি খড়গপুরের সহকারী পরিচালক অধ্যাপক বীরেন্দ্র কুমারের উপস্থিতিতে এই চুক্তিতে স্বাক্ষর করেন মেটেরিয়াল (ডকইয়ার্ড অ্যান্ড রিফিট), নৌ সদর দফতরের প্রধান এবং প্রফেসর রিন্টু ব্যানার্জি, ডিন, আরএন্ডডি, আইআইটি খড়গপুর। ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্রের আইএনএস শিবাজী (INS Shivaji)-তে এই যৌথ গবেষণার কাজ চলবে। নৌসেনার এই দপ্তরে রয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ। বাহিনীতে উন্নততর প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ন্যানো প্রযুক্তি, উন্নত সেন্সর, কম্পিউটার বেসড ডিজাইন, কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম মেকানিক্স ও বিভিন্ন অপারেশনাল গবেষণায় আগামীদিনে দু'পক্ষ হাতে হাত রেখে গবেষণা চালিয়ে যাবে। গবেষণা হবে জাহাজের কাঠামোর উন্নতি নিয়েও। তবে, প্রতিরক্ষা ক্ষেত্রেও AI যে আগামীদিনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, তা মানছেন উভয়পক্ষের বিশেষজ্ঞরা। উপরন্তু, গবেষণা জাহাজের কাঠামোগত অখণ্ডতা উন্নত করার লক্ষ্যে থাকবে। ভবিষ্যতে প্রতিরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তা উভয় পক্ষই স্বীকার করে।