Skip to content

খড়্গপুর আইআইটি রসায়ন বিভাগের জুনিয়র টেকনিশিয়ানের অস্বাভাবিক মৃত্যু!

1 min read

নিজস্ব সংবাদদাতা : আইআইটি খড়্গপুর এক কর্মীর জুনিয়র ল্যাব টেকনিশিয়ান ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি ক্যাম্পাসের কোয়ার্টার থেকে।শুক্রবার সকালে আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা ওই কর্মীর কোয়ার্টার থেকেই মৃতদেহ উদ্ধার করে খড়গপুর টাউন থানার পুলিশ। মৃতের নাম সাকির আলি মোল্লা। বয়স ৩০। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অধীন সামালি এলাকায়। চাকরি সূত্রে (গত ২০২২ সাল থেকে) থাকতেন খড়্গপুর আইআইটি'র কোয়ার্টারে। আইআইটি সূত্রে খবর পাওয়ার পর, শুক্রবার সকালে ক্যাম্পাসে পৌঁছে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বিকেল নাগাদ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে। শুক্রবার সকালে আইআইটি কর্তৃপক্ষের তরফে খবর দেওয়ার পর কলকাতা থেকে পৌঁছন সাকির আলির মা সাকিলা বিবি, দিদি ফাতিমা বিবি, কাকু সাহাজুল আলি মোল্লা সহ পরিজনেরা।খড়গপুর টাউন থানা সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বিষ্ণুপুর থানায় মেল করে এবং ভয়েস রেকর্ড পাঠিয়ে সাকির আলি মোল্লা জানিয়েছেন, নিজের আত্মীয় স্বজন সহ নানা জায়গা থেকে অনেক টাকা ধার করে শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছিলেন। কিন্তু তিনি ক্ষতির সম্মুখীন হয়েছেন অর্থাৎ সেই টাকা ডুবে গিয়েছে। এখন তিনি অসহায়! আর সেজন্যই তিনি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। যদিও মৃতের মা সাকিলা বিবি কাঁদতে কাঁদতে বলেন, গত বৃহস্পতিবার রাত্রি ৯টাতেও ভালভাবে কথা হয়েছে ছেলের সঙ্গে। কী খাবে জিজ্ঞেস করাতে বলে, রুটি আর গুড় খাব। তারপর ও কী ভাবে সুইসাইড করতে পারে?” খড়্গপুর আইআইটি-র তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন পুলিশের কাছে।

Latest