Skip to content

খড়গপুর আইআইটিতে রবিবার ভোর ৩টার দিকে এক ছাত্রের সন্দেহজনক মৃত্যু!

নিজস্ব সংবাদদাতা : খড়্গপুর IIT-তে কিছু মাসের মধ্যে ৩ জন মেধাবী পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার ভোর ৩টার দিকে এক ছাত্রের সন্দেহজনক মৃত্যু। মৃত্যু ছাত্রের নাম, মহম্মদ আসিফ কামার। তাঁর বাড়ি বিহারের শিওহর জেলায়। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। আইআইটি খড়্গপুরের মদন মোহন মালব্য হলের SDS ব্লকের ১৩৫ নম্বর রুমে থাকতেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শনিবার রাত থেকেই আসিফের রুমের দরজা লাগানো ছিল।জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যে ওই ছাত্রের বাড়ি যাওয়ার কথা ছিল। রাত্রে এক তরুণীর সঙ্গে কথা বলতে বলতে আত্মহত্যা করেন ওই ছাত্র। সেই তরুণী আইআইটি খড়গপুর কর্তৃপক্ষকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে রবিবার ভোরবেলায় ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আইআইটি খড়গপুর চত্বরে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest