নিজস্ব সংবাদদাতা : আইআইটি খড়্গপুরে ফের ছাত্রের মৃত্যু। শুক্রবার সকালে রাজেন্দ্র প্রসাদ হলের একটি ঘর থেকে দেহ উদ্ধার হল চতুর্থ বর্ষের ছাত্রের। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম ঋতম মণ্ডল (২১)।মেকানিক্যাল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তিনি। থাকতেন আইআইটি ক্যাম্পাসের রাজেন্দ্র প্রসাদ (আরপি) হলের ২০৩ নম্বর ঘরে। সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয়।শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ আইআইটি কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে খবর দেয় হিজলি ফাঁড়িতে। তার পরেই পুলিশ এবং আইআইটির নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে গিয়ে পড়ুয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। সেখান থেকে বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঋতম কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে।পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ইঙ্গিত মিলছে। তবে ময়না-তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।