Skip to content

আইআইটি খড়গপুরের মোমবাতি মিছিলে শিক্ষার্থীদের সাথে হাত মিলিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান অধ্যাপক সুমন চক্রবর্তী!

নিজস্ব সংবাদদাতা: সদ্য এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে খড়্গপুর আইআইটি ক্যাম্পাস থেকে। রুমের ভিতরেই মেলে রিতম মণ্ডল নামে ওই ছাত্রের দেহ। সেই ঘটনার পর এক সপ্তাহ কাটতে না কাটতেই আরও এক মৃত্যু খড়্গপুর আইআইটি-তে। মৃত ছাত্রের নাম চন্দ্রদীপ পাওয়ার। তাঁর বাড়ি মধ্যপ্রদেশে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন তিনি। সোমবার রাতেই আচমকা মৃত্যু হয় তাঁর।

আইআইটি খড়গপুরের পরিচালক, অধ্যাপক সুমন চক্রবর্তী, খড়গপুরের ইতিহাসে এই প্রথমবারের মতো একজন পরিচালক মোমবাতি মিছিলে শিক্ষার্থীদের সাথে হাত মিলিয়ে শ্রদ্ধাঞ্জলি জানালেন। তিনি বুঝতে পারেন যে একজন বাবা এবং একজন অভিভাবক হওয়া কতটা যন্ত্রণাদায়ক।

Latest