Skip to content

IIT খড়্গপুরে গেট বন্ধ নিয়ে বিক্ষোভ!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : গত ১৩ নভেম্বর আইআইটি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, এই গেট ব্যবহার করা যাবে না। প্রসঙ্গত, আইআইটি ক্যাম্পাসের ভিতরে একাধিক স্কুল রয়েছে। এই অবস্থায় মূল গেট বন্ধ থাকলে স্কুলে যাওয়ার জন্য পড়ুয়াদের প্রায় ৪ কিলোমিটার অতিরিক্ত পথ অতিক্রম করতে হবে।তুমুল বিক্ষোভ আইটি খড়্গপুরের ক্যাম্পাসে। তবে সেই বিক্ষোভ পড়ুয়াদের নয়, এই বিক্ষোভ অভিভাবকদের। মূলত আইআইটি খড়্গপুরের মূল গেট বন্ধ রাখা নিয়ে এই বিক্ষোভ। সম্প্রতি আইআইটি কর্তৃপক্ষ নির্দেশ জারি করে মূল গেট বন্ধ রাখার কথা বলেছে। সেই গেট খুলে রাখার দাবিতেই অভিভাবকরা বিক্ষোভ দেখান। এই বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হয়।

Latest