Skip to content

মেদিনীপুর শহরে প্রকাশ্যেই বেআইনি গ্যাস রিফিলিং করার অভিযোগ!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরে ফাঁকা জমিতে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে চলছে বেআইনি গ্যাস ‘রিফিলিং সেন্টার’। মেদিনীপুরে প্রকাশ্যেই বেআইনি গ্যাস রিফিলিং! ভর্তি নিয়ে, আবার মেদিনীপুরে প্রশ্নের মুখে প্রশাসন?মেদিনীপুর শহরের মির্জা বাজার এলাকায় দিনের আলোয় চলছে বিপজ্জনক বেআইনি গ্যাস রিফিলিং।

দোকানে মজুত করে রাখা ডোমেস্টিক রান্নার সিলিন্ডার থেকেই পুলকার সহ বিভিন্ন গাড়িতে ভরা হচ্ছে গ্যাস—যার কোনও আইনি অনুমতি নেই এবং নেই ন্যূনতম নিরাপত্তা।আমাদের ক্যামেরা দেখে কেউ ঝাঁপ নামিয়ে পালালেন, কেউ দৌড়ে সরে গেলেন। সংবাদ মাধ্যমের উপর চড়াও হয় সেই খবর সংগ্রহ করতে গিয়ে। আমডাঙা আগুন হোক বা উলুবেড়িয়ার পুলকার দুর্ঘটনা—প্রতিটি ঘটনার পরই প্রশ্ন উঠেছে গ্যাস ব্যবহারের নিরাপত্তা নিয়ে। তবু মেদিনীপুরে নির্ভয়ে চলছে এই ঝুঁকিপূর্ণ রিফিলিং ব্যবসা।

খোদ শহরের বুকে এই কীর্তিকলাপ চমকে দিয়েছে প্রশাসনকে।মনে করা হচ্ছে এমন আরও বেআইনি গ্যাস ‘রিফিলিং সেন্টার’ থাকতে পারে। উদ্বেগের বিষয় হচ্ছে, এই সেন্টারগুলিতে দাহ্য পদার্থ নিরাপদে রাখার কোনও ব্যবস্থা থাকে না। ফলে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা।শহরের বুকে এমন প্রাণঘাতী কাজ চললেও প্রশাসন কেন নজর দারিতে নামছে না—সেটাই বড় প্রশ্ন। তবে কি প্রাণ গেলেই নড়ে চড়ে বসবে প্রশাসন ?

Latest

পাঁচবেড়িয়া লোহানিয়া স্কুলের শিক্ষক প্রত্যেক দিন স্কুলে মদ্য পান করে পড়ুয়াদের শিক্ষা দেন ও সুকান্ত হিন্দি প্রাইমারী স্কুলের পঠনপাঠনের অব্যবস্থা নিয়ে- খড়গপুরের এসআইকে অভিভাবক ও শিক্ষানুরাগীর বিক্ষোভ ও ডেপুটেশন!