পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : গত কয়েকদিন ধরেই মেদিনীপুর পৌরসভার ১৯ নং ওয়ার্ডের বক্সিবাজার বর্ধন গলিতে প্রকাশ্য দিবালোকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সম্পূর্ণ বে-আইনি ভাবে পুকুর ভরাট করছিলেন পুকুর মালিক ঝর্ণারানী গুইন।

সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ জানান জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুচ্ছাইত। অভিযোগের পর মুহুর্তেই দ্রুত পদক্ষেপ নেয় ওয়ার্ডার কাউন্সিলার ও মেদিনীপুর পৌরসভার। মেদিনীপুর পৌরসভার ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বনাথ পান্ডব ঘটনাস্থলে পৌঁছে বন্ধ করে দেন পুকুর ভরাটের কাজ।

ওয়ার্ড কাউন্সিলার বিশ্বনাথ পান্ডব জানান, অভিযোগ সত্য। গত ২/৩ দিন ধরে প্রকাশ্য দিবালোকে বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ চলছিল, খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে নোটিশ করা হয়েছে পুকুর মালিককে। পুকুর ভরাটের কাজ করলে নেওয়া হবে আইনি পদক্ষেপ বলেও জানান তিনি।