নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার গজিয়ে উঠছে বেআইনি কাঠচেরাই মিল। চুরি রুখতে পশ্চিম মেদিনীপুর জেলার বেআইনি কাঠকলে অভিযান অব্যাহত বনদপ্তরের। আর সেখানেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করেছে খড়গপুরে বনদফতরের কর্মীরা। প্রায় ৫০ কিউবিক মিটার গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করেছে বনদফতরের কর্মীরা। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। জেলায় বেআইনিভাবে গজিয়ে উঠছিল কাঠচেরাই মিল। এই খবর পাওয়ার পরই সক্রিয় হয় বনদফতরের কর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-১ ব্লকে সোলপাট্টা এলাকাতে ৭টি কাঠচেরাই মিল সিল করেছে বনদপ্তর কর্মী।এছাড়া ১২টি কাঠচেরাই মিলের সমস্ত মেশিন সিল করেছে ।বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, তাঁদের অনুমতি ছাড়াই এই কাঠকলগুলি চলছিল। শুধু চেরাই করাই নয়, কাঠকলগুলিতে চোরাই কাঠ মজুত করে তা চেরাই ও বিক্রি করা হতো এমনটাই দাবি বনদপ্তরের।এই ঘটনায় লাগাতার অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন বনদফতরের আধিকারিকগণ।