Skip to content

শীতের গভীর রাতের বেআইনি কাঠ পাচার চক্র!

1 min read

সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরে শীতের গভীর রাতের নীরবতা ভেদ করে ফের মাথা তুলল বেআইনি কাঠ পাচার চক্র। তবে তাদের দুঃসাহসিক ওই প্রচেষ্টা ভেস্তে দিল বনদপ্তরের দ্রুত তৎপরতা। বনদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতের অন্ধকারকে সরাসরি সুযোগ হিসেবে ব্যবহার করে পাচার কারীরা জঙ্গল থেকে গাছ কেটে ইঞ্জিন টলি ও পিকআপ ভ্যানে করে কাঠ বোঝাই করছিল চারটি গাড়ি।

লক্ষ্য ছিল শহরের বাইরে কাঠ পাচার করা। ঠিক সেই সময়ই নিয়মিত নজরদারি চালানোর সময় বনকর্মীরা সন্দেহজনক গতিবিধি দেখে ধরে ফেলেন। অভিযানে আটক হয় ইঞ্জিন টলি ও পিকআপ ভ্যান কে। প্রতিটি গাড়িতেই ছিল বিপুল পরিমাণ কাটা কাঠ।বনদপ্তরের আধিকারিক মলয় নান্দি জানিয়েছে নির্দিষ্ট সময়ের সূত্রে খবর পাওয়ার পর অভিযান চালানো হয়েছিল।

আমতলা বোকচুরি এবং জামতলা এলাকা থেকে এই কাঠ পাচার গাড়িকে আটক করা হয়। তবে পাচারচক্রের মূল কারবারিরা কারা, তারা কোন রুট ধরে এই কাঠ পাচারের পরিকল্পনা করেছিল—তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছেন বনদপ্তরের আধিকারিকরা। বনদপ্তরের আধিকারিক গাছ কাটার অনুমতি সব বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়েছে। তারা সঠিক কাগজপত্র না দেখালে তাদের বিরুদ্ধে আইনত করা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

Latest