নিজস্ব সংবাদদাতা : এএফসি এশিয়ান কাপ (AFC Asian Cup 2027 Qualifiers) কোয়ালিফায়ারের গ্রুপ সি-র উত্তেজনাপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে রোমাঞ্চে ভরপুর ড্র করে মাঠ ছাড়ল ভারত। ম্যাচের একেবারে শেষ মিনিটে রহিম আলির জাদুকরী গোলে সমতা ফেরায় ব্লু টাইগার্স। প্রথম থেকেই সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচটা যে সহজ হবে না, তা জানা ছিল। ম্যাচের শুরুতে ভারত আক্রমণে উঠলেও সিঙ্গাপুর দ্রুত ছন্দে ফিরে এসে ভারতীয় রক্ষণভাগকে চাপে রাখে। ৪৫ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে ভারত। সেই মুহূর্তে যেন নেমে আসে নীরবতা। কিন্তু ভারতীয় ফুটবলারদের লড়াইয়ের মানসিকতা আবারও প্রমাণিত হল। শেষ কয়েক মিনিটে একের পর এক আক্রমণ গড়ে ওঠে সুনীল ছেত্রীরা। অবশেষে ৯০ মিনিটে বদলি খেলোয়াড় রহিম আলির পা থেকে বল জালের ঠিকানা খুঁজে পায় — উল্লাসে ফেটে পড়ে গ্যালারি ও ভারতীয় শিবির। এই ড্র ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে একজন খেলোয়াড় পিছিয়ে থাকার পরেও এমন প্রত্যাবর্তন ভবিষ্যতের জন্য বাড়তি আত্মবিশ্বাস যোগাবে ব্লু টাইগার্সদের। তবুও শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে নেওয়া এই ফল ভারতীয় ফুটবলের লড়াকু মানসিকতারই প্রতিফলন করে দেখিয়েছে খালিদ ব্রিগেড।

