Skip to content

বাংলাদেশ থেকে ঢুকতে পারে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা?

নিজস্ব সংবাদাতা : পশ্চিমবঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তেও কড়া নজরদারি শুরু করেছে বিএসএফ। সড়কপথে সাইকেল, বাইক, গাড়ি নিয়ে এবং নদীপথে স্পিড বোটের মাধ্যমে বিএসএফের জওয়ানরা লাগাতার টহল দিয়ে বেড়াচ্ছেন। আবার সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন উড়িয়েও সীমান্ত নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি নেপাল, ভুটান সীমান্তেও নজরদারি বাড়িয়েছে এসএসবি এবং পুলিশ। বৃহস্পতিবার বিকালে জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবারি গ্রাম পঞ্চায়েতের জমাদার পাড়া গ্রামে এই প্রচার করতে দেখা যায় BSF এর ৯৩ নম্বর ব্যাটেলিয়নের এসিস্ট্যান্ট কমান্ডেন্ট মনোজ কুমারকে। সন্ধ্যা সাতটা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়। বিশেষ প্রয়োজন ছাড়া ওই সময় বাড়ি থেকে না বের হওয়াই ভাল, পরামর্শ বিএসএফের। ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে হিলি সীমান্ত, দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকাতে। এর পাশাপাশি আলিপুরদুয়ারে ভুটান ও শিলিগুড়ির নেপাল সীমান্তেও এসএসসি এবং পুলিশ নজরদারি বাড়িয়েছে। সীমান্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

Latest