নিজস্ব সংবাদদাতা : এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক কড়া শুল্কনীতির বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে তীব্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে(Donald Trump)।বিশেষত ব্রিকস(BRICS)গোষ্ঠীর সদস্য দেশগুলির উপর ৫০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক চাপানোর ফলে এই প্রতিক্রিয়া আরও তীব্র হয়ে উঠেছে। চিন, ভারত ও ব্রাজিল-এই তিনটি দেশই এই নতুন মার্কিন বাণিজ্যনীতির নিশানায় পড়েছে।চিনের রাষ্ট্রদূত জু ফেইহং তাঁর সাম্প্রতিক মন্তব্যে নাম না করেও ট্রাম্পকে ‘গুন্ডা’ আখ্যা দিয়েছেন এবং বলেন, “এক ইঞ্চি জমি ছাড়লে, এক মাইল নিয়ে নেবে(Donald Trump)!”এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত করেছেন,মার্কিন বাণিজ্যনীতি আসলে আগ্রাসী এবং একতরফাভাবে আরোপিত।এমনকি, ট্রাম্পের এই কৌশলকে বিশ্ব অর্থনীতির জন্য বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন।প্রধানমন্ত্রী বলেছেন,“কৃষকদের স্বার্থই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।ভারত কখনও কৃষক,পশুপালক, মৎসজীবীদের স্বার্থের সঙ্গে সমঝোতা করবে না।আমি জানি এর জন্য আমায় ব্যক্তিগতভাবে বড় মূল্য চোকাতে হবে,কিন্তু তার জন্য আমি প্রস্তুত। কৃষকদের, মৎসজীবীদের জন্য ভারত প্রস্তুত রয়েছে।”এই প্রথম প্রধানমন্ত্রী স্পষ্ট করে উত্তর দিলেন।মোদী বুঝিয়ে দিয়েছেন কোনোভাবেই ভারত আর আমেরিকার কাছে মাথা নোয়াবে না।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরির বিরুদ্ধে একজোট হচ্ছে ভারত-চিন-রাশিয়া-ব্রাজিল!
