নিজস্ব সংবাদদাতা : জি৭ সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাক্ষাৎ ও সেলফিই আপাতত নেটপাড়ায় ঝড় তুলেছে।ইটালিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক এই সামিটে উপস্থিত রয়েছেন বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারাও। সেখানেই সকলের সঙ্গে খোশ মেজাজে ধরা দিলেন মোদি। একদিকে যেমন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেখেই জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করেন, অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাতে হাত রেখে কথা বলতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয় সম্মেলনের ফাঁকেই বিভিন্ন রাষ্ট্রনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নিয়েছেন নমো। তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসার পর এটাই মোদির প্রথম বিদেশ সফর। ইটালির প্রধানমন্ত্রীর জর্জিয়া মেলোনির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসাবে ৫০তম জি-৭ সামিটে যোগ দিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এই সম্মেলনের মাঝেই শুক্রবার বাইডেনের সঙ্গে দেখা করেন মোদি। দীর্ঘদিন পর বন্ধুকে দেখে জড়িয়ে ধরেন তিনি। এর পর বৈঠকে বসেন দুজনে। যা নিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, 'মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ সবসময়ই খুব আনন্দের। আগামিদিনে দুদেশের সম্পর্ক আরও মজবুত করতে ও বিশ্বের উন্নতি সাধনে আমরা একযোগে কাজ করব।'
সেলফিতে দেখা গিয়েছে, হাসিমুখে প্রধানমন্ত্রী মোদী ও ইটালির প্রধানমন্ত্রী দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে, ভিডিয়োয় ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বলতে শোনা যায়, “হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম”।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই পোস্টটির রিপ্লাইয়ে লিখেছেন, ভারত-ইটালির বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।