সেখ ওয়ারেশ আলী : অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! কেরলে অবতরণের সময় হেলিকপ্টারের হেলিপ্যাড ভেঙে বিরাট বিপত্তি। রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিল বড়সড় প্রশ্ন। কেরলের প্রামাদম স্টেডিয়ামে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণের পরেই ঘটে বিপত্তি।

অবতরণের সঙ্গে সঙ্গেই অতিরিক্ত ভারে ভেঙে পড়ে হেলিপ্যাডের একাংশ। আচমকাই হেলিকপ্টারটি বেসামাল হয়ে পড়ে, কপ্টারের পিছনের দিক অনেকটা নিচে ঢুকে যায়।ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও দমকলকর্মীরা তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দেন। বিপজ্জনক জায়গা থেকে হেলিকপ্টারটিকে হাতে ঠেলে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় রাষ্ট্রপতি বা অন্য কোনও যাত্রী আহত হননি।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বর্তমানে ৪ দিনের কেরল সফরে রয়েছেন। বুধবার সকালে তিনি শবরীমালা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেই সময়ই ঘটে এই বিপত্তি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে , ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।রাষ্ট্রপতি বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও বিশ্রামে আছেন বলে রাষ্ট্রপতি ভবনের সূত্র মারফত জানা গেছে।