নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল খুব একটা বেশি পরিবর্তন করা হবে বলে মনে হচ্ছে না। ভারতীয় ক্রিকেট দল উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামতে পারে। অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধেও সঞ্জু স্যামসন, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল এবং যুজবেন্দ্র চাহালকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখা যাবে না। চায়নাম্যান বোলার কুলদীপ যাদবকে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমবার চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখতে পাওয়া গিয়েছিল। তিনি নিজের যোগ্যতার প্রতি সুবিচার করেছেন। এই পরিস্থিতিতে কুলদীপকে বাইরে রাখার কোনও প্রশ্নই ওঠে না। অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম একাদশে সৌম্য সরকারের প্রত্যাবর্তন হতে পারে।
ভারতীয় ক্রিকেট দলের সম্ভাব্য একাদশ :
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ।
বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম একাদশ:
সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহদি হাসান, রিশাদ হুসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।