Skip to content

মেয়েদের টেস্টে দ্রুততম দ্বিশতরান,বিশ্বরেকর্ড শেফালি বর্মার!

শেফালি বর্মা

নিজস্ব সংবাদদাতা : মেয়েদের টেস্টে দ্রুততম দ্বিশতরানের মালকিন হলেন শেফালি বর্মা। শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ। সেখানে প্রথম দিনেই ৪ উইকেটে ৫২৫ রান তুলেছে ভারত। ১৯৪ বলে দ্বিশতরান করলেন শেফালি। ১৯৭ বলে ২০৫ রান করে আউট হন শেফালি। ২৩টি চার এবং ৮টি ছক্কা মারেন। শেষে রান আউট হয়ে যান তিনি। মাত্র ৯ রানের জন্য ভাঙতে পারেননি মিতালি রাজের ২১৪ রানের রেকর্ড। সাদারল্যান্ড ২৪৮ বলে দ্বিশতরান করেছিলেন। ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন শেফালি এবং স্মৃতি মন্ধানা। দু’জনে মিলে ২৯২ রানের জুটি গড়েন।মেয়েদের টেস্টে এর আগে ওপেনিং জুটিতে সব থেকে বেশি রানের রেকর্ড ছিল পাকিস্তানের। কিরণ বালুচ এবং সাজ্জিদা শাহ মিলে ২৪১ রানের জুটি গড়েছিলেন।

Latest