Skip to content

জয়শংকরের সঙ্গে বিশেষ বৈঠকে মোদি,ইসকনকে নিষিদ্ধ করার পিটিশন দায়ের-সহ নানা কারণে উত্তাল বাংলাদেশ!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  বাংলাদেশ ইস্যুতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এই সাক্ষাৎ হয়েছে। সূত্রের খবর, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ক্রমাগত আক্রমণের ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশে সম্প্রতি আন্দোলনে নেমেছেন হিন্দু ও অন্য সংখ্যালঘু নাগরিকদের যৌথ মঞ্চ। তারপরেই গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। ইসকনকে নিষিদ্ধ করার পথেও এগোনোর কথা বলছে বাংলাদেশ।টানা দীর্ঘদিন ধরে অশান্ত বাংলাদেশ। এর আগে আন্দোলনের জেরে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরে মহম্মদ ইউনুসকে মাথায় রেখে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে। তারপর থেকেই ক্রমাগত সেদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ আসছে। সেই আবহেই এর আগেও একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছিল ভারত।উল্লেখ্য, বদলের বাংলাদেশে এখন তীব্র অরাজক পরিস্থিতি। হাসিনা বিদায়ের পর থেকেই সেখানকার সংখ্যালঘু হিন্দুরা নানাভাবে কোণঠাসা হয়েছিলেন। সাম্প্রতিক কিছু ঘটনায় তাদের উপর নির্যাতন মাত্রাছাড়া হয়ে উঠেছে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে সনাতন হিন্দু সন্ন্যাসীদের উপর জারি হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা।

May be an image of 1 person and text

Latest