Skip to content

সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ গেল বাংলার বাঙালি দেশমাতার বীর সন্তান ঝন্টু আলী শেখ!

নিজস্ব সংবাদদাতা :  বৃহস্পতিবার সকাল থেকে উপত্যকার বিভিন্ন প্রান্তে জঙ্গি দমন অভিযানে নামে সেনা বাহিনীর একাধিক দল। সূত্র ধরে জম্মুর উধমপুরে একটি জঙ্গি আশ্রয়ের খবর পেয়ে সেখানে অভিযান চালান নিরাপত্তারক্ষীরা। সেই তল্লাশি অভিযান চলাকালীন সেনা লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। পাল্টা জবাব দিতে দেরি করে না সেনাও। দু’পক্ষের গুলির লড়াইয়ে আহত হন এক জওয়ান। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর। দেশমাতার বীর সন্তান ঝন্টু আলী শেখ ২০০৮ সাল থেকে কাশ্মীরে রয়েছেন। নদীয়ার তেহট্টে পাথরঘাটার বাসিন্দা। সৈনিক বাঙালী বীর যোদ্ধা ঝন্টু আলী শেখ অমর রহে।

Latest